রাবিতে বিভাগীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ১৯:০৮
অ- অ+

রাজশাহী বিশ^বিদ্যালয়ে বাংলাদেশ অলিম্পিয়াডের বিভাগীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এর তত্ত্বাবধানে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ।

সোমবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এর উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিলুর রহমান। উদ্বোধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আয়োজক সূত্রে জানা যায়, অলিম্পিয়াড কর্মসূচির মধ্যে ছিল পরীক্ষা, আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী। এই অলিম্পিয়াডে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার ৬ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামস বিন তারেকের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন রাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাক ড. খলিলুর রহমান। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

এছাড়া অন্যান্যের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, গণিত বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. সুব্রত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা