মহাসড়কের পাশে চার যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ০৯:৩৬| আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১২:৫৫
অ- অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাত চার যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হক ঢাকাটাইমসকে জানান, ভোরে খবর পেয়ে তারা লাশগুলো উদ্ধার করেন। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। মাথায় আঘাত রয়েছে প্রতিটি লাশের। তবে মাথায় গুলি লেগেছে কি না তা বলতে পারেনি পুলিশ।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ এর মধ্যে হবে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশগুলো এখানে ফেলে রাখা হয়েছে। লাশগুলোর পাশে পড়ে থাকা দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

এরা আসলে ডাকাত কি না তা নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি। লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/ওআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা