১৪ দলের নেতাদের মনোনয়ন শেখ হাসিনার হাতে: নাসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫০
ফাইল ছবি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের কাকে কোথায় আসন দেয়া হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

সাংবাদিকদের জোটের মুখপাত্র বলেন, ‘১৪ দলের সঙ্গে নেত্রী সহসাই বসবেন। তখনই নেত্রী ঠিক করবেন কাকে কোথায় আসন দিবেন।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসিম।

আগামী নির্বাচন নিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে অনেক জ্বালাও পোড়ও হয়েছিল, আগামী নির্বাচনে আমরা সেটা চায় না। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচন অহিংসার হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ শান্তিপূর্ণভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে।’

বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয়ার আহ্বান জানান নাসিম। বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা সবসময়ই অহিংসা ও শান্তিতে বিশ্বাস করেন। দেশের মানুষকে সবসময় শান্তি ও অহিংসার পক্ষে কাজ করতে আহ্বান করেন। বঙ্গবন্ধুকে হারিয়ে তিনযুগ ধরে তিনি অহিংসার পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি কোনো রকমের প্রতিহিংসার রাজনীতি করেন না। আপনারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন করবেন বলে আমরা আশা করি।’

‘বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করতে হলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। আপনারা (বৌদ্ধ সম্প্রদায়) যদি আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মইনুল হোসেনের গ্রেপ্তারকে কীভাবে দেখছেন- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে তো বিশেষ কিছু বলার নাই। তিনি নারী সমাজকে যেভাবে অসম্মান করেছেন, তা কোন সভ্য লোক করতে পারে না। এটা সবার নিন্দা করা উচিত।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপ নেতা ইসমাঈল হোসেন প্রমুখ।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :