এক টাকাও কর দেন না অর্ধেক মনোনয়ন প্রত্যাশী: লিটন

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:৩৫ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:১৮

সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীতা করতে যারা মনোনয়ন ফরম কিনছেন তাদের অর্ধেকেরও বেশি আয়কর দেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার সকালে রাজশাহী কর অঞ্চল আয়োজিত কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় মনোনয়ন প্রত্যাশীদের কর দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মেয়র লিটন।

মেয়র বলেন, ‘আওয়ামী লীগের চার হাজারেরও বেশি মনোনয়ন ফরম তুলেছেন, বিএনপি থেকে কত হাজার তুলবে, আজকে জানা যাবে। দয়া করে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন আমার বিশ^াস মনোনয়ন প্রত্যাশীদের ৫০ শতাংশেরও বেশি এক টাকাও ট্যাক্স (কর) দেয় না। এদের ধরা দরকার।’

এই সমস্ত দুরাচার অন্যাচার, জনবিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি বন্ধ করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে সবদিকে, নৈতিকতা হারিয়ে যাবে? দেশের উন্নয়ন হলেও আজকে তো নৈতিকতার দিকে উন্নয়ন হচ্ছে না। যারা মনোনয়নপত্র কিনেছেন, তাদের মধ্যে কতজন আয় কর দেন, এটি খতিয়ে দেখতে কর বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন কেউ নেই যে সংসদ সদস্যের মনোনয়ন ফরম কিনছেন না। এই অপসংস্কৃতি কেন হবে? এটাকে গণতন্ত্রের একটা দৃষ্টান্ত বলে কেউ যদি আত্মপ্রস্বাদ লাভ করে, আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।’

মেয়র বলেন, ১৮ কোটি মানুষের দেশে কেন মাত্র ৩৫ লাখ করদাতা থাকবে? কেনো এটি এক কোটি ৩৫ লাখ হবে না, কেন এটি আড়াই কোটি হবে না? উন্নত বিশে^ ৯৯ শতাংশ মানুষ কর দেয়।, আমাদের তো ৯৯ শতাংশ মানুষের কর দেওয়ার দরকার নেই, অন্তত ২৫ শতাংশ কর প্রদানকারী হোক।

রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি ও রাজশাহী আয়কর আইনজীবী সমিতির সভাপতি মহসীন খান প্রমুখ।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :