আ.লীগ-বিএনপির বিরুদ্ধে রাজনীতি করিনি: মাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:৫৪

বিকল্পধারা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে কখনো রাজনীতি করেনি বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়ামের সদস্য মাহী বি চৌধুরী। বিএনপির সাবেক এই সাংসদ জানান, বিকল্পধারা সবসময় বাংলাদেশের পক্ষে রাজনীতি করে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা বিএনপির সাথে আলোচনা করেছিলাম, বসেছিলাম। আমরা মন থেকে চেয়েছিলাম জিয়াউর রহমানের দল জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তারা (বিএনপি) জামায়াতের সঙ্গে যে আত্মার সম্পর্ক তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি। সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলাদেশের জন্য দুঃখজনক।’

মাহী বলেন, ‘১৪ দলে আসছি এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা মহাজোট করবো। আজকে একটা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। গত কয়েক দিন ধরে আমাদের দলের মহাসচিব মেজর (অব.) মান্নান সাহেবের সঙ্গে ওবায়দুল কাদের সাহেবের টেলিফোনে যোগাযোগ, কথা হয়েছে। সে আলাপের পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করা যায়, বাংলাদেশের পক্ষের মানুষ যেন বিজয় অর্জন করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকল্পধারার এই নেতা বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগতভাবেও অসম্ভব নয়-এতটুকু বলবো। আনুষ্ঠানিক প্রক্রিয়ার আগে এ বিষয় নিয়ে খুলে বলা যাবে না। খুব শিগগিরই যুক্তফ্রণ্ট ও ১৪ দল একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।’

এখানে প্রার্থিতা নিয়ে কোনো আলোচনা করেছেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখানে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দেশের রাজনীতির স্বার্থে বৃহত্তর জোট করা সম্ভব কী না সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের প্রত্যাশার কথা বলেছি। মহাজোট সম্প্রসারণ নিয়ে আলোচনা হতেই পারে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কবে আলোচনা হতে পারে- সে বিষয়ে আলোচনা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :