ঠাকুরগাঁও-৩: নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৩০

ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোটের মনোনয়ন না পেয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এদিকে এমপি ইয়াসিন আলী দলীয় প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

ইমদাদুল হক সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এম রায়হান শাহ’র কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন।

অপরদিকে বর্তমান এমপি ইয়াসিন আলী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এ আসন থেকে ইতোমধ্যে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট নয়জন মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি স্বীকার করে বলেন, এ আসনে নৌকা প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তাই এলাকার মানুষের সাথে কথা বলেই এই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :