১৫০ সিসির নতুন পালসার আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:৪২ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:২৫

১৫০ সিসির নতুন পালসার আনল বাজাজ। মডেল বাজাজ পালসার ১৫০ নিয়ন। সম্প্রতি ভারতে নতুন পালসারের বিক্রি শুরু হয়।

ভারতে টানা ১৭ বছর ধরে বাইক বাজারের এক নম্বর জায়গাটা নিজেদের দখলে রেখেছে বাজাজ পালসার।

তিনটি রঙে পাওয়া যাচ্ছে বাজাজ পালসার নিয়ন। বাইকটি মূলত কালো রঙের। কালোর উপর লাল, হলুদ আর ম্যাট ব্ল্যাক এবং সিলভারের সংমিশ্রণে আলাদা আলাদা লুক আনা হয়েছে।

প্রযুক্তিগত ভাবে পালসারের পুরনো মডেলগুলোর সঙ্গে নতুন পালসার ১৫০ নিয়ন মডেলের খুব একটা পার্থক্য নেই। নতুন পালসারে রয়েছে রিয়ার ড্রাম ব্রেক। বাইকের সামনে রয়েছে ডিস্ক ব্রেক। ফ্রন্টে আছে টেলিস্কোপিক সাসপেনশনও। বাইকটিতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়নি।

পালসার ১৫০ নিয়নে রয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ডিটিএস-আই ইঞ্জিন। এই ইঞ্জিন বিএইচপি ১৩.৮ হর্সপাওয়ার এবং ১৩.৪ এনএম টর্ক উৎপাদন করতে পারে। পাওয়া যাবে। বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স রয়েছে।

ভারতে দিল্লিতে পালসার ১৫০ নিয়ন বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯৯৮ রুপিতে।

বাংলাদেশ নতুন মডেলের পালসার কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :