বিকালে তিন জেলায় প্রধানমন্ত্রীর জনসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০
অ- অ+
রবিবার রংপুরের জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদের ভোটকে সামনে রেখে আজ তিন জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে সশরীরে নয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সশরীরে গত রবিবার রংপুরে তিনি শেষ জনসভা করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি নিম্চিত করেছে।

কার্যালয় সূত্র বলছে, ধানমন্ডিতে নিজের বাসভবন সুধাসদন থেকে বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এর আগে তিনি রাজশাহী, জয়পুরহাট, নড়াইল, গাইবান্ধা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর পিতৃভূমি গোপালগঞ্জ থেকে শেখ হাসিনা তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে সাতটি স্থানে তিনি পথসভা করেছিলেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চলচ্চিত্রের দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস।

ঢাকা টাইমস/২৬ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা