পাবনার যুবলীগ নেতা হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২৫
অ- অ+

পাবনায় আটঘরিয়ায় যুবলীগ নেতা হাফিজুর রহমান হত্যার ঘটনায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রবিউল ইসলাম রবি।

রবিবার দুপুরে পাবনা শহর থেকে তাকে আটক করা হয়। আটক রবি আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানা গেছে।

আটঘরিয়া উপজেলার লক্ষিপুর যুবলীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান (৩২) কে শনিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত হাফিজুর রহমান আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকার রঘরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং গ্রেফতার কৃত রবিউল ইসলাম রবি লক্ষিপুর ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রঘুরামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর এর সঙ্গে কতিপয় ব্যক্তির বিবাদ চলে আসছিলো। সে ঘটনার জের ধরেই পাবনার আতাইকুলা থানার রঘুরামপুর বাজারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মৎস্যজীবী ও স্থানীয় যুবলীগ নেতা হাফিজুর রহমানকে হত্যা করা করে। পুলিশ মামলার এজাহার ভুক্ত ৮ নং আসামি হিসেবে রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করেছে। হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলার করেছিলেন নিহতের ভাই।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা