‘হিজরাদেরও ভাতা দিচ্ছে সরকার’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২৪
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘বিধবা ও শিক্ষাসহ হিজারাদেরও ভাতা দিচ্ছে সরকার। ব্যবসায়ীদের রাজস্ব আদায় থেকে সরকার এসব উন্নয়ন কাজ করে যাচ্ছে।’ মঙ্গলবার বন্দর নগরীতে ছয় দিনব্যাপী ফার্নিচার মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ফার্নিচার ব্যবসা দিন দিন সমাদৃত হচ্ছে। রুচিশীল ফার্নিচার তৈরি হচ্ছে। বিদেশেও চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমাদের টেকসই ফার্নিচার তৈরি করতে হবে।’

মেয়র বলেন, ‘দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশে গরিবের সংখ্যা কমছে।’

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সৈয়দ এ এস এম নুরউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মাকসুদুল রহমান, নুরুল আজম খান, সাইফুদ্দিন দুলাল, মোহাম্মদ নাছের, ইফতেখার উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :