ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩
অ- অ+

ভোলা সদর উপজেলায় হাজেরা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার আট বছরের নাতি রাব্বিকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দরিরাম শংকর গ্রামের একটি নির্মাণাধীন ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত হাজেরার স্বামী নুরুল ইসলাম মিন্টু প-িত বলেন, ‘রাত ৯টার দিকে বাড়ি এসে হাজেরাকে ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘরের ভেতরের একটি বাক্সের নিচে আট বছরের নাতি রাব্বিকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ৮০ মিটার দূরে একটি নির্মাণাধীন ঘরে ঝুলন্ত হাজেরার লাশ চোখে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নাতি রাব্বিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাজেরাকে হত্যা করা হয়েছে বলে দাবি তার স্বামী নুরুল ইসলাম মিন্টুর।

ভোলা সদর মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।’

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা