শিক্ষাবিদের আক্ষেপ

‘বাংলা বর্ণমালা চেনেন না বেশিরভাগ শিক্ষকই ’

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬

‘ভাষার মাসে বাংলা ভাষার সঙ্গে বাঙালির যে সম্পর্ক থাকা উচিৎ’ তা এতোদিনেও সৃষ্টি করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার।

তিনি বলেছেন, ‘উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ট্রেনিং করানোর সুবাদে লক্ষ্য করা গেছে, বেশিরভাগ শিক্ষক বাংলা বর্ণমালার অক্ষর চেনেন না। যে কারণে তারা ছাত্রদেরকে বাংলা ভাষার ব্যবহার শেখাতে পারছেন না- যা অত্যন্ত দুঃখজনক। ’

রবিবার দুপুরে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও তিন বরেণ্য বুদ্ধিজীবী সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক তিন অধ্যাপক যতীন সরকার, রিয়াজুল ইসলাম ও গোলাম সামদানী কোরায়শীকে (মরণোত্তর) সম্মাননা দেয়া হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের অতিথি বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, কলেজ গভর্নিং বডির সভাপতি আমিনুল হক শামীম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :