যৌন নিপীড়নের মামলায় একুশে টিভির প্রধান প্রতিবেদক রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭

যৌন নিপীড়নের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকান্দার মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারী সহকর্মীর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মবিন আহমেদ ভূঁইয়া সোমবার আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষে প্রশান্ত কুমার কর্মকার, তুহিন হাওলাদারসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত জামিনের আবেদন নামঞ্জুর ও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে সেকান্দারকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-২। এর আগে ভুক্তভোগী ওই নারী হাতিরঝিল থানায় সেকেন্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে ওই নারী সাংবাদিক উল্লেখ করেন, আসামি সেকান্দার দীর্ঘদিন ধরে তাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে আসছিলেন। গত ২৭ জানুয়ারি একটি ফাস্টফুডের দোকানে ডেকে তাকে জাপটে ধরে শরীরে হাত দিয়ে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন। এ বিষয়ে কাউকে কিছু বললে মেরে বস্তায় ভরে লাশ হাতিরঝিলে ফেলে দেওয়ারও হুমকি দেন। পরদিন একুশে টিভির এমডিকে বিষয়টি লিখিতভাবে জানালে আসামি সেকান্দার বিষয়টি জেনে যান এবং বাদিনীকে রুমে ডেকে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করেন।

তবে আদালতে শুনানিতে আসামির আইনজীবীরা দাবি করেছেন, এম এম সেকেন্দারকে হয়রানি করতে মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে আসামি বাদিনীর শ্লীলতাহানি করেছেন- এ ধরনের কোনো বক্তব্য উল্লেখ নেই।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/ জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :