কাদেরের গল্পে গাঙচিলের চিত্রগ্রহণ শুরু

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৫ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

২০১৪ সালে প্রকাশিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর লেখা গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ছবিটির গল্প তৈরি হয়েছে চরে বসবাসরত মানুষদের জীবন ব্যবস্থা নিয়ে।

প্রথম ধাপে বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় শুরু হওয়া এ শুটিং চলবে ৮দিন।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন।

অতিথি শিল্পী হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টেপাধ্যায়।

বৃহস্পতিবার বিকালে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ঢাকাটাইমসকে বলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে আসা করেন তিনি।

ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :