বেশ ভালো আছি: নেহা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪
অ- অ+

প্রেমিক হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর এখন তিনি বেশ ভালো আছেন বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর। কোহলির সঙ্গে প্রেমের সম্পর্ককে একটা বাজে অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন হালের এই সেনসেশন। তিনি বলেন, ‘এমন বাজে অভিজ্ঞতার পর আমি আর কোনো নতুন সম্পর্কে জড়াতে চাই না।’

সম্প্রতি একটি ভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেহা। তিনি বলেন, ‘আমি বিষণ্নতায় ছিলাম। আমার পক্ষে সেটি মোকাবিলা করা কঠিন ছিল। সে সময় আমার সময় খুব খারাপ গেছে। তবে আমি এখন সবকিছু থেকে বেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকে এখন বলতে পারি, জীবনে একা থাকা সবচেয়ে ভালো।’

গায়িকা আরো বলেন, ‘যখন সম্পর্কে ছিলাম তখন পরিবার ও বন্ধুদের সময় দিতে পারিনি। তখন আমার পুরোটা সময় এমন একজন মানুষের জন্য উৎসর্গ করেছিলাম, যার যোগ্য সে ছিল না। সৌভাগ্যক্রমে সেই খারাপ সম্পর্ক থেকে সরে এসেছি। বুঝতে পেরেছি, পরিবার আমার জীবনে অন্য যে কারো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই যা ঘটেছে তাতে আমি খুশি।’

মডেল ও অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে গায়িকা নেহা কাক্করের সম্পর্কের গুঞ্জন ছিল বলিউডজুড়ে। কিন্তু দুই তারকা কখনোই সে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে সাবেক প্রেমিক কোহলিকে নিয়ে হাজির হতেন নেহা। যা দেখে তাদের সম্পর্কের বিষয়টা আঁচ করতে পেরেছিলেন সবাই। পরবর্তীতে তাদের বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে যায়।

কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর নেহাকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কাঁদতে দেখা গেছে। কখনো কোনো সংগীত প্রতিযোগীর গান শুনে কোহলির স্মৃতি মনে করে কেঁদেছেন। কখনো বা কোনো দৃশ্য দেখে কেঁদেছেন। কদিন আগে সাবেক প্রেমিকের স্মরণে তিনি ‘তেরা ঘাটা’ শিরোনামে একটি গানও কম্পোজ করেন। সেই কোহলিকে ছাড়া নাকি নেহা ভালো আছেন। এটা কী তার মনের কথা, নাকি দুঃখ লুকানো?

ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা