পহেলা ফাল্গুনে কিশোরগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

সবাই যখন পহেলা ফাল্গুনে মাতোয়ারা, আর তখনই সকাল থেকে রাত পর্যন্ত কিশোরগঞ্জে চলে সহস্রাধিক হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতা। শহরের শহিদী মসজিদ চত্বরে বুধবার এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদরাসার সহস্রাধিক হাফেজ অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সুয়াইব বিন রউফ।

প্রধান অতিথি ছিলেন জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক আজহার আলী আনোয়ার শাহ্।

প্রতিযোগিতায় ১০ পারায় ১৫ জন, ২০ পারায় ১৫ জন, ৩০ পারায় ১৫ জন ও ৫ পারায় ২০ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং হাফেজরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :