সুনামগঞ্জে চার পিআইসি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯
অ- অ+

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে গাফিলাতির অভিযোগে চার পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদককে দুই দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকাল সাড়ে ৫টায় তাদের এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিউল্লাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ২৭নং পিআইসির সভাপতি আলী আহমদ, ৩নং পিআইসির সাধারণ সম্পাদক মনজু মিয়া, ১১নং পিআইসির সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ১২নং পিআইসির সাধারণ সম্পাদক মীর হোসেন।

ইউএনও মো. সফিউল্লাহ জানান, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি ও নানা অনিয়ম হচ্ছিল। কাজের দ্বায়িত্বে থাকা চারটি পিআইসির কমিটিকে বার বার কাজ স্বচ্ছ ও দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের কথা কানে না তোলায় চারটি পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা