অস্কার জিতল ভারতীয় শর্ট ফিল্ম

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯

৯১তম অস্কারে ইতিহাস সৃষ্টি করল ভারত। রবিবার হলিউড ও হলিউড সেন্টারের ডলবি থিয়েটারে আয়োজিত কমকালো অনুষ্ঠানে শ্রেষ্ঠ ডকুমেন্টারি শর্ট ফিল্মের পুরস্কার জিতে নিল ‘পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স’। ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত এই শর্ট ফিল্মটির প্রযোজক গুনিত মোঙ্গার।

অস্কারে এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’ ও ‘আ নাইট অ্যাট দ্য গার্ডেন’-এর মতো ছবি। তাদের টপকে অস্কার জেতে ‘পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স’। যেখানে দেখা গেছে ভারতের প্রকৃত ‘প্যাড ম্যান’ অরুণাচলম মুরুগানাথনকে। এই বিরাট অর্জনের পর ছবির এগজিকিউটিভ প্রোডিউসার গুনিত মোঙ্গা টুইটারে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

‘পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স’-এ ভারতের সেই মেয়েদের তুলে ধরা হয়েছে, যারা ঋতুস্রাব নিয়ে সমাজের অতি প্রাচীন সংস্কারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন। আরও দেখানো হয়েছে আসল প্যাডম্যানের অবদান।

এই ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত ইরানি-আমেরিকান চিত্রনির্মাতা রায়কা জেহতাবছি। অস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘আমি কাঁদছি না। তবে খুব অবাক হয়েছি। বিশ্বাস করতে পারছি না যে, ঋতুস্রাবের উপর তৈরি একটি ছবি অস্কার জিততে পারে।’

ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :