ভোলায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ২১:২৯
অ- অ+

ভোলায় অর্ধগলিত এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর গ্রামের মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকালে স্থানীয়রা মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া জানাতে পারেনি পুলিশ।

নিহত ওই নারীর পরনে প্রিন্টের শাড়ি। তার বাম হাতে একটি লোহার ফ্রেম লাগানো। হাতটি ভেঙে যাওয়ায় এটি লাগানো হয়েছে বলে ধারণা করতে পলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তার হোসেন জানান, ‘লাশটি একজন মধ্য বয়সী নারীর। তার বয়স ৩৫ বছর হতে পারে। গত দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বর্তমানে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা