সড়কে প্রাণ গেল শিক্ষক ও দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১২:৪৩| আপডেট : ২১ মার্চ ২০১৯, ১২:৪৮
অ- অ+
সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত হওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যখন আন্দোলনে তখন কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরেছে মাদ্রাসা শিক্ষক, কলেজছাত্র ও স্কুলছাত্রীর প্রাণ।

বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা, সিরাজগঞ্জ এবং খুলনায় ঘটনা তিনটি ঘটে।

রাজধানীর মিরপুরে সড়ক পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়ে আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা। তিনি জরুরি কাজে ঢাকায় এসেছিলেন।

মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়েন মাদ্রাসাশিক্ষক রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় নিহত হন হৃদয় নামে এক কলেজছাত্র। আহত হয়েছেন আরও দুই কলেজছাত্র। পরে বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে। স্থানীয় ধুকুরিয়া কারিগরি কলেজ থেকে এ বছর এইসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

আমাদের খুলনা ব্যুরো জানায়, খুলনার রূপসা আনন্দনগর এলাকায় বৃহস্পতিবার সকালে ইটবোঝাই একটি ট্রলির ধাক্কায় আঁখি মনি (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে ওই এলাকার আকবার সরদারের মেয়ে। স্থানীয় সুফিয়া আজিজ কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আঁখি মনি বাড়ির পাশে দোকানে খাবার কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রলির চালককে আটক করেছে।

গত সোমবার সকালে রাজধানীতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমদ চৌধুরী। এরপর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করলে গতকাল অনেকটা স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। পরে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা