তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বন্ধ এবার থেকেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ১৯:৪৯| আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৯:৫৫
অ- অ+

তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আর পরীক্ষায় বসতে হবে না। এ বছর থেকেই এটা কার‌্যকর বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।

আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সচিব।

আকরাম-আল-হোসেন বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হলেও ওপরের ক্লাসে উত্তীর্ণের জন্য মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে।’

সারা দেশে কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে সচিব বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে সচিব জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) ফলাফলের ভিত্তিতে এ বছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন।

(ঢাকাটাইমস/২৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা