আইপিএলে আজ মুখোমুখি রাজস্থান-পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১১:২৮
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে অজিঙ্কা রাহানের দল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রবীচন্দ্রন অশ্বিনের দল কিংস ইলেভেন পাঞ্জাব। জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দুই দলই আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।

এই ম্যাচ শুরুর আগে আলোচনায় স্টিভেন স্মিথ। কারণ নিষেধাজ্ঞার কারণে গত আসরে তিনি আইপিএলে খেলতে পারেননি। এবার ফিরেছেন। সবকিছু ঠিক থাকলে আজ রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন এই অজি ক্রিকেটার।

অন্যদিকে, কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিস গেইলের দিকেও নজর থাকবে ভক্তদের। গেইল আর মাত্র ৬ রান করলে আইপিএলে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সেটি হয়তো আজই হতে পারে।

গত আসরে সপ্তম অবস্থানে থেকে আইপিএল মিশন শেষ করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আর প্লে-অফে খেলেছিল রাজস্থান রয়্যালস। এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে তারা বিদায় নিয়েছিল।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা