গ্রিসে দোয়েল একাডেমির স্বাধীনতা দিবস উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ২১:৩৪

গ্রিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ দোয়েল কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড দোয়েল একাডেমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।

রবিবার সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন গ্রিসের সাবেক ইমিগ্রেশন মিনিস্টার ইয়ানী মুজালা।

এসময় প্রধান অতিথি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, গ্রিস ও বাংলাদেশের সেতুবন্ধনে অসামান্য অবদান রাখছেন।

বাংলাদেশ দোয়েল কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড দোয়েল একাডেমি, গ্রিসের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমরা চাই গ্রিসে আমাদের অবস্থান শক্ত করার পাশাপাশি আগামী প্রজন্মকে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির মধ্যে বড় করে তুলতে, এতে করে এই শিশুরাই বাংলাদেশকে বহির্বিশ্বে এগিয়ে নেবে।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি সভাপতি আব্দুল কুদ্দুস ও সংগঠনের আরিফুর রহমান সিরাজ, আব্দুর রহিম, আ: রাজ্জাক টিটু, আব্দুল কুদ্দুস সিকদার, কামাল রহমান, ইকবাল হোসেন, কে এম আরিফ, বিথী খলিফা, শেখ শাহিন আক্তার ও নূর জাহান শিউলি প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে নৃত্য ও সংগীত পরিবেশনসহ দেশের প্রকৃত রূপ উপস্থাপনে বিদেশি অতিথিসহ উপস্থিত সকলেই উপভোগ করেন।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :