ময়মনসিংহ সিটি নির্বাচনে নৌকা পেলেন টিটু

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:০২ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৩৯
ফাইল ছবি

ময়মনসিংহে সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে বর্তমান প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। আগামী ৫ মে’র নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

গত ২৫ মার্চ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।

জানা যায়, গত বছরের ১ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয় ময়মনসিংহকে। ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এরপর ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। ১৬ অক্টোবর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র মো. ইকরামুল হক টিটু।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :