শ’র আত্মঘাতী গোলে বার্সেলোনার ম্যানইউ বধ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ০৯:৪৯

রংচটা বার্সেলোনা! লিওনেল মেসিকে মনে হচ্ছিল বুঝি তাঁর ছায়া। গোটা ম্যাচ জুড়ে ভালভার্দের ছেলেদের থেকেও দাপট বেশি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবু ভাগ্যের সহায়তায় ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হাসি হাসল বার্সালোনাই। কাতালানরা ম্যাচটি জিতে নিল ১-০ গোলে। সৌজন্যে লিউক শ’র আত্মগাতী গোল।

বুধবার ম্যানচেস্টারের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। স্বাভাবিকভাবেই মেসিদের সামনে এটা ছিল অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। যেভাবে প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগে পিএসজিকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করেছে রেড ডেভিলসরা, তাতে বার্সার চাপে থাকাই স্বাভাবিক ছিল। মেসিদের সেই চাপটা আপাতত কেটে যায় ম্যাচচেস্টারে এসে ১-০ গোলে জয় তুলে নেওয়ায়।

সেমিফাইনালের টিকিট এখনও নিশ্চিত হয়নি কারো। সম্ভাবনা আছে দুই দলেরই। তবে সন্দেহ নেই যে, ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে মরিয়া প্রয়াস চালাবে ওলে গুনারের দল। তবে এটা ঠিক যে, সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা।

এমনটা নয় যে, দুই দল গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বরং দুই অর্ধে বেশ কয়েকটা গোলের পরিস্থিতি তৈরি করেছিল বার্সেলোনা ও ম্যানইউ। তবে লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হয় দুই পক্ষই।

ম্যাচের ১২ মিনিটেই পড়ে পাওয়া গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যানচেস্টারের গোলমুখে মেসির বাড়ানো বলে পা ছুইয়ে জালে জড়ানোর চেষ্টা করেন সুয়ারেজ। বল লিউকের পায়ে লেগে ঢুকে যায় রেড ডেভিলসদের জালে। সুয়ারেজের বিরুদ্ধে অফসাইডের জোরালো আবেদন ওঠে। তবে রেফারি গোল বৈধ বলে ঘোষণা করেন।

রাশফোর্ড দুই অর্ধে দুইটি এবং সুয়ারেজ দ্বিতীয়ার্ধে একটি গোলের সম্ভাবনা তৈরি করলেও ফিনিশিং টাচ দিতে পারেননি। ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের সুবাদে মেসিরা ঘরের মাঠে ফিরতি লেগে এগিয়ে থাকবে সন্দেহ নেই। তবে ম্যানচেস্টারকে সেমিফাইনালে উঠতে হলে পিএসজি ম্যাচের মতো আরো একবার অতিমানবিক ফুটবল উপহার দিতে হবে।

বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ভিডিও হাইলাইটস

(ঢাকাটাইমস/১১ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :