রংপুরে ধর্ষণের দায়ে কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৪:৪০
ফাইল ছবি

রংপুরের বদরগঞ্জে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাকিরুল ইসলাম মিলন নামে এক কৃষি কর্মকর্তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তার এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ডের এই টাকা ধর্ষিতাকে দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে বাসায় আটকে রেখে হাত-পা বেঁধে ধর্ষণ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলন।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই আদেশ দেন।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :