জয়ে ফিরল সাকিবের হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ০৯:৫১
অ- অ+

টানা তিন হারের পর জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার দিনের একমাত্র ম্যাচে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে হারিয়েছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে। যদিও সাকিব এই ম্যাচে একাদশে ছিলেন না। আবার চেন্নাইয়ের হয়ে খেলেননি মহেন্দ্র সিং ধোনিও।

অনুশীলনের সময় পিঠে চোট পাওয়ায় এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় চেন্নাইয়ের অধিনায়ক ধোনিকে। তার অনুপস্থিতিতে সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাইকে নেতৃত্ব দেন সুরেশ রায়না।

চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে আইপিএল-২০১৯ এর পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো হায়দরাবাদ। অন্যদিকে, চেন্নাই ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষেই রয়েছে।

হায়দরাবাদের ঘরের মাঠ উপলে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে চেন্নাই সুপার কিংস। ডু প্লেসিস সর্বোচ্চ ৪৫ রান করেন। ওয়াটসন করেন ৩১ রান। হায়দরাবাদ ১৬.৫ ওভারেই ৪ উইকেটে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয়। জনি বেয়ারস্টো ৬১ রানে অপরাজিত থাকেন। ২৫ বলে ৫০ রান করে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা