‘বাস মালিক সমিতির বাধায় চলে না বিআরটিসির গাড়ি’

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ২০:৪১

‘বাস মালিক সমিতির বাধার কারণে রাজশাহী অঞ্চলের সব রুটে বিআরটিসির গাড়ি নামানো যায় না।’ শুক্রবার রাজশাহী বিভাগীয় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এ অভিযোগ করা হয়।

বিআরটিসির বগুড়ার ব্যবস্থাপক (প্রশাসন) মফিজ উদ্দিন ও পাবনার মোশাররফ হোসেন এই অভিযোগ তুলেছেন।

গণশুনানি অনুষ্ঠানের সভাপতি সড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের কাছে এসব বিষয়ের সমাধান চেয়ে এই দুই ব্যবস্থাপক বলেন, ‘বিআরটিসির সরকারি গাড়ি চালাতেও রাজশাহীর বাস মালিক সমিতির অনুমতি লাগে। তারপরেও তাদের বাধায় রাস্তায় গাড়ি নামানো যায় না। এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চলে বিআরটিসির বাস এক সময় বন্ধ হয়ে যাবে। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

এছাড়াও গণশুনানি চলাকালে রাজশাহীতে সওজের কাজের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি রাজশাহী ও পাবনায় বিআরটিএতে গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্সের নামে হয়রানিসহ ঘুষ-বাণিজ্য, রাস্তায় ট্রাকের কাগজ তল্লাশির নামে পুলিশের বাণিজ্য, রাজশাহীতে বৃক্ষরোপণের নামে সরকারি অর্থ লুটপাট, সওজের গাড়ি মেরামতের নামে লুটপাটসহ নানা অভিযোগ উঠে আসে। সেই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে বলেও বক্তারা অভিমত পোষণ করেন।

গণশুনানিতে সড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম প্রতিটি অভিযোগের জবাব দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাস মালিক সমিতির মারমুখী আচরণের কারণে আমরা অনেক স্থানেই বিআরটিসির বাস গুটিয়ে নিতে বাধ্য হয়েছি। তারপরেও বিভিন্ন রুটে এ বাস চলছে। তবে বিআরটিসি নিয়ে যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।’

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন- সওজ বিভাগের অতিরিক্ত সচিব এহসানুল আজিম ও বেলায়েত হোসেন, প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, রাজশাহীর অতিরিক্ত প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :