সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৬:৩৫
অ- অ+

ডিপিএলে সুপার লিগের ম্যাচে আজ দুর্দান্ত সেঞ্চুরি করেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ওপেনার সাইফ হাসান। ১১৬ বলে ১০টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাইফের এটি পঞ্চম সেঞ্চুরি। তার এই সেঞ্চুরির সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৩ রান সংগ্রহ করে অলআউট হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন তানবীর হায়দার। প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা ৩টি ও তাইবুর রহমান ৩টি করে উইকেট শিকার করেন।

পরে প্রাইম দোলেশ্বর ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ওপেনার সাইফ হাসান ১৪৮ রান করে অপরাজিত থাকেন। ৭৮ রান করে আউট হন ফরহাদ হোসেন। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সাইফ হাসান।

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে প্রাইম দোলেশ্বর। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ২৪৩ (৪৯.৩ ওভার)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ২৪৪/৩ (৩৮.৩ ওভার)

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা