বার্নলির বিপক্ষে ড্র করে বিপাকে চেলসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:২২ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১০:১৩

লিভারপুলের কাছে অ্যাওয়ে ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে বার্নলি এফসির কাছে পয়েন্ট খোয়াল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করে বেকায়দায় দ্য ব্লুজরা। লিগে ৩৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। আপাতত এই ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে তুলে চার নম্বরে উঠে এসেছে চোলসি। তাদের মোট পয়েন্ট ৬৭।

তবে লিগে নিজেদের শেষ তিনটি ম্যাচের পর পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা কঠিন সারির দলের পক্ষে। কেননা, একটি করে ম্যাচ কম খেলে চেলসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সেক্ষেত্রে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চিত দেখাচ্ছে চেলসির। এমনকি শেষবেলায় হঠকারীতা করে বসলে ইউরোপা লিগের টিকিটও হাতছাড়া হতে পারে তাদের।

সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যেই চারটি গোল হয়। দ্বিতীয়ার্ধের খেলা থাকে গোলশূন্য। ৮ মিনিটের মাথায় দুরন্ত ভলিতে গোল করে বার্নলিকে এগিয়ে দেন হেনড্রিকস। কর্ণার থেকে ভেসে আসা বল চেলসি ডিফেন্ডাররা কোনোরকমে প্রতিহত করতে সক্ষম হলেও বল চলে যায় অরক্ষিত হেনড্রিক্সের কাছে। অনবদ্য ক্ষিপ্রতায় তিনি ফিনিশিং টাচ দিতে ভুল করেননি।

খুব বেশিক্ষণ লিড ধরে রাখা সম্ভব হয়নি বার্নলির পক্ষে। ১২ মিনিটের মাথায় হ্যাজার্ডের পাস থেকে গোল করে কান্তে সমতায় ফেরান চেলসিকে। মিনিট দুয়েকের মধ্যেই চেলসিকে ২-১ গোলে এগিয়ে দেন হ্যাজার্ড। ২৪ মিনিটের মাথায় উডের পাস থেকে গোল করে এবার বার্নলিকে সমতায় ফেরান বার্নস।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :