সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৭| আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৭:০১
অ- অ+
ফাহমিদা হক লাবণ্য

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাহমিদা হক লাবণ্য । তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি ঢাকাটাইমসকে বলেন, ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, শুনেছি এ ঘটনায় পাঠাও চালকও আহত আছেন, তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে।

নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা