জবিতে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা-এর যৌথ আয়োজনে ‘জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী’ এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি ঢাকার (লালবাগ বিভাগ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, ‘বিশ্বব্যাপী জঙ্গিবাদ ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জঙ্গিবাদ হ্রাস এবং নির্মূল হবে আমাদের চিন্তা-চেতনা এবং মনোজগতের পরিবর্তনের মধ্যদিয়ে। আর এজন্য জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘গবেষণায় দেখা যায় কতিপয় অসাধু ও স্বার্থানেষী মহল ধর্মগ্রন্থের অপব্যাখ্যার মাধ্যমে সমাজে ভিন্ন মতালম্বীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ, বিদ্বেষ ও জঙ্গিবাদ ছড়াচ্ছে। সামাজিক ও পারিবারিক বন্ধন হ্রাসের কারণে সন্ত্রাস ও মাদকের ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। সমাজ থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি শিশু, কিশোর ও যুবকদের জন্য পর্যাপ্ত খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। সমাজে কেউ যাতে কোন অপতৎপরতা না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারীদের সহযোগিতা করতে হবে।

বাংলাদেশে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ পুলিশ ও নিরাপত্তার কাজে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রশংসা করে সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘এখন অনেক অভিজাত ও শিক্ষিত পরিবারের মেধাবী সন্তানেরাও এসকল অপকর্মে জড়িয়ে পড়ছে। এজন্য আমাদের সন্তানদের লালন পালনে আরো সচেতন হতে হবে এবং পারিবারিক বন্ধন ও সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে।’

সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ূন কবির, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মো. রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সভাপতি আল-রাজী মাহমুদ অনিক প্রমুখ বক্তব্য প্রদান করেন।

জঙ্গিবাদ ও সন্ত্রাস এর কারণ এবং নির্মূল সম্পর্কে ডিএমপি কর্তৃক গবেষণা পরিচালনা করা হয়। সমাজে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিস্তার লাভের বিভিন্ন কারণ গবেষণায় তুলে ধরা হয়। আর এ সকল থেকে মুক্তি লাভ করার মাধ্যমে কিভাবে আধুনিক, সুশীল ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা সম্ভব তার বিভিন্ন পথ নিয়ে গবেষণায় আলোচনা করা হয়। এ সময় লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা এর উর্দ্বতন পুলিশ কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/আইএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :