কবি আসাদ চৌধুরীর ‘পঁচাত্তর জয়ন্তী’তে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০১৯, ২১:৫৮| আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০২
অ- অ+

বাংলা সাহিত্যের বরেণ্য কবি আসাদ চৌধুরীর পঁচাত্তর জয়ন্তী উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘পদক্ষেপ বাংলাদেশ’।

সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ।

কবি আসাদ চৌধুরীকে উদ্দেশ্য করে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষকে যে ভালবাসে, মানুষের সম্মৃদ্ধিকে যে দেখতে চায় এরকম একটা মানুষ আসাদ চৌধুরী। তোমার প্রশংসা না করে পারি না।'

তিনি বলেন, 'আসাদের মধ্যে একটা দেশজ ভাব আছে৷ সহজ-সরল একটা মানুষ। অনায়াসে মানুষকে কাছে টানে। ওর প্রাণ সব সময় মানুষের কাছে যায়।'

আসাদুজ্জামান নূর বলেন, ‘আসাদ ভাই একজন আপাদমস্তক বাঙালি। তার কবিতা আমাকে উজ্জীবিত করেছে, মানুষকে উজ্জীবিত করেছে। তার কবিতা আমি আবৃত্তি করে মানুষকে উজ্জীবিত করেছি। আমি তার কাছে ঋণী।’

আয়োজকদের ধন্যবাদ জানান কবি আসাদ চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে কবি বলেন, ‘যারা ভাষা আন্দোলন করেছে, যারা স্বাধীনতা যুদ্ধ করে জীবন দিয়েছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল, মাথা উঁচু করে বাঁচার। আমিও সেটাই চাই। অন্তর থেকে অসাম্প্রদায়িক হতে হবে।’

একজন কবি হিসেবে প্রকাশক, সম্পাদক ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, 'প্রকাশক, সম্পাদকরা আছেন বলেই আমরা আছি। পাঠক আছে বলেই, পাঠকদের প্রীতি আছে বলেই আমরা বেঁচে আছি।'

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদের সচিব ও পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী ফরিদা পারভীন, কবি হাসান হাবিব, কবি আফরোজা কণা, শিশু সাহিত্যিক তানজিল লিটন, ফারুক হোসেন সহ অর্ধশতাধিক কবি ও সাহিত্যিক।

আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।

ঢাকাটাইমস/৪মে/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা