জয়পুরহাটে মাদক-জঙ্গিবাদ রোধে অভিভাবক সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:৩৯ | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৭:৩৬

বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে অভিভাবক সমাবেশ হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গণমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার দুপুরে এ সমাবেশ হয়। এর আয়োজন করে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) নামে একটি বেসরকারি সংস্থা। সমাবেশে বক্তব্য দেন- ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।

পরে সমাবেশ থেকে বাবা-মাকে সেবা দেয়ার জন্য ১২ জনকে শ্রেষ্ঠ সন্তানের সম্মাননা, ভিক্ষুকদের পুনর্বাসন, এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে টিউবওয়েল, স্যানিটারি লাট্রিন এবং বিশেষ সহায়তা হিসেবে বৃদ্ধদের ছাতা দেয়া হয়।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :