অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে মওদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৯:০৭| আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:২১
অ- অ+
ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে।

রবিবার দুপুরে বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মওদুদ আহমদ শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করেন। তারপরও রবিবার সকালে আদালতে নিজের মামলার হাজিরা দিতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসিনা মওদুদ।

শায়রুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বক্ষণিক মওদুদ আহমদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/০৫মে/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা