ফরিদপুরে ফেনসিডিলসহ দম্পতি আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০১৯, ২২:০৪
অ- অ+

ফরিদপুরে ডিবি পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, ভাঙ্গায় যাত্রীবাহী বাসের মধ্যে ব্যাগে ভরে বিশেষ কায়দায় বহন করার সময় দুইশ বোতল ফেনসিডিলসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের বিমান বন্দর থানার রেজাউল করিম সরদার ও তার স্ত্রী ময়না আক্তার।

তিনি জানান, এসময় তাদের নিকট থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ডসহ ও নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে ফরিদপুর ডিবি পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে শহরের আলীপুর এলাকা থেকে রাজন শেখ এবং কাইয়ুম শেখের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানা একাধিক মাদক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা