আলফাডাঙ্গায় এমপিও বাতিল হচ্ছে এক প্রধান শিক্ষকের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০১৯, ২০:১৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের এমপিও বাতিল হচ্ছে। বিএড সনদ ছাড়াই প্রধান শিক্ষক পদে অবৈধভাবে নিয়োগ নিয়েছিলেন তিনি।

এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার (৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে জানতে বলা হয়েছে, বিএড সনদ ছাড়া প্রধান শিক্ষক পদে মো. নিজাম উদ্দিনের নিয়োগ বিধি সম্মত নয়। এ ধরনের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৮(১)(গ) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের এমপিও সাময়িকভাবে স্থগিত করে কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে অধিদপ্তরের মহাপরিচালককে।

জানতে চাইলে প্রধান শিক্ষক পদে মো. নিজাম উদ্দিন বলেন, আমি এখনও নোটিশটি পড়িনি। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।

ঢাকাটাইমস/০৮মে/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা