আলফাডাঙ্গায় এমপিও বাতিল হচ্ছে এক প্রধান শিক্ষকের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৯, ২০:১৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের এমপিও বাতিল হচ্ছে। বিএড সনদ ছাড়াই প্রধান শিক্ষক পদে অবৈধভাবে নিয়োগ নিয়েছিলেন তিনি।

এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার (৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে জানতে বলা হয়েছে, বিএড সনদ ছাড়া প্রধান শিক্ষক পদে মো. নিজাম উদ্দিনের নিয়োগ বিধি সম্মত নয়। এ ধরনের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৮(১)(গ) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের এমপিও সাময়িকভাবে স্থগিত করে কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে অধিদপ্তরের মহাপরিচালককে।

জানতে চাইলে প্রধান শিক্ষক পদে মো. নিজাম উদ্দিন বলেন, আমি এখনও নোটিশটি পড়িনি। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।

ঢাকাটাইমস/০৮মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :