ওয়ানডেতে সাকিবের সবচেয়ে ব্যয়বহুল ওভার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৯:৫০

ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল একটি ওভার করলেন সাকিব আল হাসান। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারে তিনি দেন ২৩ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব এর আগে এক ওভারে এতো রান দেননি। ইনিংসে তিনি মোট ৯ ওভার বল করে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

ইনিংসের ৪৬তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের প্রথম বলে চার মারেন স্টার্লিং। দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে সাকিবকে হতাশ করেন তিনি। পরের ডেলিভারিটি ওয়াইড হয়। এর পরের বলে চার মারেন স্টার্লিং। পঞ্চম বল থেকে তিনি নেন এক রান। শেষ বলে এক রান নেন কেভিন ও’ব্রাইন।

ত্রিদেশীয় সিরিজে বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ক্লোনটার্ফে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে তারা।

দলের পক্ষে সেঞ্চুরি করেছেন পল স্টার্লিং। ১৩০ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ রান করেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি ৫টি, মোহাম্মদ সাইফউদ্দিন ২টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট শিকার করেছেন।

(ঢাকাটাইমস/১৫ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :