সবাই শূন্য!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১৫:০৬
অ- অ+

ভারতের কেরালার মালাপ্পুরম জেলার প্রিনথামান্না ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ম্যাচে সম্প্রতি মুখোমুখি মুখোমুখি হয়েছিল কাসারাগড ও ওয়েনাডের দু’টি দল। সেই ম্যাচেই ঘটল এমন এক ঘটনা যা নিয়ে আলোচনায় মেতেছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

ওই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কাসারগড। কিন্তু ব্যাট করতে নেমেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে তাঁদের ইনিংস। তৃতীয় ওভারে দুই ওপেনার ফিরে যান শূন্য রানে। তার পর থেকেই ধারাবাহিকভাবে একের পর এক উইকেট পড়তে থাকে কাসারগডের। ওই দলের কোনও ব্যাটসম্যান ওই দিন রানের খাতা খুলতে পারেননি। মাত্র চার রানে অলআউট হয়ে যায় গোটা দল। আর তাদের চার রান ওঠে ওয়েনাডের বোলারদের দেওয়া অতিরিক্তর সৌজন্যে।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই ওই রান তুলে নেয় ওয়েনাড। কাসারগডের বিরুদ্ধে তাঁরা জেতে দশ উইকেটে।

(ঢাকাটাইমস/১৯ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা