২০১৯ বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন এবিডি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৯, ১৮:০৮
অ- অ+

গত বছর মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর হঠাৎ অবসরে অবাক হয়েছিল ক্রিকেটবিশ্ব৷ ২০১৯ বিশ্বকাপ খেলার ইচ্ছে থাকলেও সমালোচনার জন্য অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা এবি ডি’ভিলায়র্স৷

ঠিক এক বছর পরে বিশ্বকাপ৷ কিন্তু তার আগেই ডি’ভিলিয়ার্সের অবসর অবাক করেছিল বিশেজ্ঞদের৷ এমনটা না-হলে হয়তো ৩০ মে কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে টস করতে নামতেন এবিডি৷ কিন্তু দেশের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ান ডে এবং ৭৮টি টি- টোয়েন্টি ম্যাচ খেলা মিস্টার ৩৬০ ডিগ্রি সকলকে চমকে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে বসেন৷

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুরে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে চলেছেন এবিডি৷ সদ্য বিশ্বের সেরা টি-টেয়েন্ট লিগ আইপিএল খেলে দেশে ফিরেছেন ডি’ভিলিয়ার্স৷ ফ্যাফ ডু’প্লেসিরা বিশ্বকাপের জন্য যখন ইংল্যান্ডের বিমান ধরছেন, তখন বিশ্বকাপ খেলতে না-পারার আক্ষেপ ধরা পড়ে এবিডি’র গলায়৷

সম্প্রতি ‘ব্রেকফাস্ট উইছ চ্যাম্পিয়ন্স’-এর এক এপিসোডে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক জানান, ‘বিশ্বকাপ খেলার ইচ্ছে ছিল৷ কিন্তু আমি অবসর নিয়ে নিই৷ পরিস্থিতি ছিল অত্যন্ত সেনসেটিভ৷ গত তিন বছর আমি কেরিয়ারের কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি৷ বুঝতে পারছিলাম না, আমার কি করা উচিত৷ খেলা চালিয়ে যাওয়া না ছেড়ে দেওয়া৷ কিন্তু দেশের মধ্যে সমালোচনার জন্য খেলা ছাড়তে বাধ্য হই৷ কিন্তু বিশ্বকাপ খেলার ইচ্ছে ছিল৷’

এবিডি আরও বলেন, ‘আমি যেন কোণঠাসা হয়ে পড়েছিলাম৷ আমি সব সময় টিমের সদস্য ছিলাম৷ কখনও নিজের জন্য ভাবিনি৷ কিন্তু একটা সময় পরিস্থিতি এমন ছিল, যখন নিজেকে নিয়ে সিদ্ধান্ত নিতে হত৷’ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে পরিবারকে সময় দেওয়া সিদ্ধান্ত নেন ডি’ভিলিয়ার্স৷

২০০৪-এ দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় এবিডি’র৷ টেস্টে ৮,৭৬৫ এবং ওয়ান ডে ক্রিকেটে ৯,৫৭৭ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে১,৬৭২ রান করেন প্রোটিয়া ব্যাটসম্যান৷ উইকেটের সব দিক দিয়ে বল মারার দক্ষতার জন্য মি. ৩৬০ ডিগ্রি নামে যাকা হয় তাঁকে৷ টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর ২৭৮৷ দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত বছর জো’বার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে৷

(ঢাকাটাইমস/২০মে/এইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা