রোহিঙ্গা সন্দেহে রাজশাহীতে দুই নারী আটক

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ২১:৩৯

রোহিঙ্গা সন্দেহে রাজশাহীতে দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পারভীন ইয়াসমিন ও ফাতেমা ওরফে রুমানা ইসলাম। ফাতেমার স্বামীর নাম সলিমুদ্দিন। আর পারভীনের স্বামীর নাম আরমান আলী। এ দুই নারীর দাবি, তাদের বাড়ি কক্সবাজার।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, আলীপুর গ্রামের প্রবাসী হেলাল চৌধুরীর বাড়িতে প্রায় এক মাস ধরেই ছিলেন পারভীন ও ফাতেমা। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তাদের আটক করে থানায় নেয়া হয়।

ওসি জানান, প্রকৃতপক্ষেই তারা রোহিঙ্গা কিনা তা রবিবার দুপুর পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :