বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

মেহেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মল্লিকপাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি।
প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা আজ আর সমাজের বোঝা না। তাদের পড়াশোনা করিয়ে শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে। তাদের দেশের সম্পদে পরিণত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/২জুন/এলএ)

মন্তব্য করুন