ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত

ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউনট ইটনায় ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়েছে। দক্ষিণ ইতালির এই আগ্নেয়গিরিতে গত বৃহস্পতিবার থেকে মুহুর্মুহু বেরিয়ে আসছে লাভা, আকাশ কালো করে ছড়িয়ে পড়ছে ছাই। ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মাউনট ইটনার উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকের দুটি ক্ষয়িষ্ণু জ্বালামুখ থেকে লাভা নির্গত হতে শুরু করেছে। লাভার বিচ্ছুরণ এতটাই ভয়ানক আকার নিয়েছে যে সমস্ত আকাশ ঢেকে ফেলেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাত শনিবার থেকে কিছুটা শান্ত হতে শুরু করেছে।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি বলেছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই অগ্ন্যুৎপাত। ক্রমাগত বেরিয়ে আসছে লাভা এবং উত্তপ্ত ছাই।
এর আগে ডিসেম্বর মাসে জেগে উঠেছিল সিসলি দ্বীপের আগ্নেয়গিরিটি। তবে কোন ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি।
ঢাকা টাইমস/০৩জুন/একে

মন্তব্য করুন