নাটোরে ছয় জুয়াড়ি আটক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৪:১১
অ- অ+

নাটোরের সিংড়া উপজেলায় ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আটকদের নাটোর আদালতে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি অভি দেবের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি অভি দেব ডাকঘরের পেছনে তার নিজ বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে নিয়মিত জুয়া খেলতে আসত বিভিন্ন এলাকার জুয়াড়িরা। গোপন সংবাদে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা অভি দেব বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। অভি দেবসহ পালিয়ে যায় অন্যরা। এসময় জুয়ার আসর থেকে নগদ দুই হাজার টাকা, তাস ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন- বড় চৌগ্রামের রফিক, শরিফুল, হাকিম, আলামিন, নুর নবী এবং শ্রীকোল গ্রামের তায়জুল ইসলাম।

সিংড়া থানার উপ-পরিদর্শক পলাশ চন্দ্র চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি জুয়া আইনে মামলা করা হয়েছে। আর অন্য আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা