সবচেয়ে কম দামি ভেসপা এলো

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১৫:০৬| আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:০৯
অ- অ+

বাজারে এলো নতুন ভেসপা। মডেল ভেসপা আরবান ক্লাব ১২৫। এটি মিড রেঞ্জের স্কুটার। এতে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯.৫ বিএইচপি শক্তি এবং ৯.৯ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। ভারতের স্কুটারটির দাম ৭৩ হাজার ৭৩৩ রুপি। এটিই ভারতের বাজারে বিক্রি হওয়া সবচেয়ে কম দামি স্কুটার। এর আগে ভারতে ৮১ হাজার ৮২৯ হাজার রুপিতে পাওয়া যেত ভেসপা জেডএক্স।

পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে নতুন ভেসপা আরবান ক্লাব ১২৫ মডেলটি। স্কুটারটির মোটরটি তিন ভালবের। এতে থাকছে অ্যালুমিনিয়াম সিলিন্ডার হেড, ওভারহেড ক্যাম, রোলার রকার আর্ম এবং ভেরিয়েবেল স্মার্ক ম্যানেজমেন্ট।

স্কুটারটিতে থাকছে ১০ ইঞ্চির কালো অ্যালয় হুইল। দুই চাকাতেই থাকছে ড্রাম ব্রেক। সঙ্গে থাকছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। গ্রাহক চাইলে আলাদা করে পিয়াজিও মোবাইল কানেক্টিভিটি ফিচার ইনস্টল করতে পারবেন।

(ঢাকাটাইমস/১৩জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা