টঙ্গীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১৬:৪১
অ- অ+

গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার চাঞ্চল্যকর চুন্নু ভূইয়া হত্যা মামলার প্রধান আসামি মিন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিন্টু মোল্লা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রামদেবপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবত সৌদি আরবে কর্মরত আছেন। বর্তমানে তিনি ছুটিতে দেশে রয়েছেন।

র‌্যাব জানায়, গত ৯ জুন পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা জনৈক মো. আতাউর রহমান খান জুয়েল (৬১) তার নিজ বাসায় পরিবারের অন্যান্য সদস্য এবং ঈদ উপলক্ষে বেড়াতে আসা আত্মীয় স্বজনদের সাথে গল্প গুজব করার সময় বাসার সামনে রাস্তার ওপর আসামি মিন্টু মোল্লা মোবাইল ফোনে উচ্চস্বরে অশ্লীল ভাষায় কথা বলছিলেন। এসময় আতাউর রহমান তার বাসার বারান্দা থেকে আসামি মিন্টু মোল্লাকে উচ্চস্বরে কথা বলার জন্য নিষেধ করলে মিন্টু মোল্লা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। তখন আতাউর রহমান খান জুয়েল তার বাসায় বেড়াতে আসা আত্মীয় চুন্নু ভূইয়াকে সাথে নিয়ে বাসার নিচে গিয়ে মিন্টু মোল্লাকে গালিগালাজের কারণ জিজ্ঞেস করলে উভয়পক্ষে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে মিন্টু মোল্লা তার প্যান্টের পকেটে থাকা ম্যাচলাইট সাদৃশ্য ছুরি দিয়ে ভিকটিম চুন্নু ভুইয়ার বুকে ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা চুন্নু ভুইয়াকে রক্তাক্ত অবস্থায় প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চুন্নু ভূইয়াকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়।

(ঢাকাটাইমস/১৩জুন/আইআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা