বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২০:৫৯| আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:০২
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন- সদর উপজেলার রোডপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে বাক্কার ও শিবগঞ্জ উপজেলার মুক্তার আলীর ছেলে সেলিম।

রবিবার রাতে বাখেরআলী সীমান্তে এ ঘটনার অভিযোগ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রবিবার রাতে বাখেরআলী সীমান্তের আর্ন্তজাতিক পিলার ১৬/৫ এস দিয়ে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল পদ্মা নদী পার হয়। রাখালরা বাহুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। রাত পৌনে দুইটার দিকে গরু নিয়ে বাংলাদেশে আসছিল। ঠিক তখনই বাহুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় সেলিম ও বাক্কার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের সহযোগীরা সেলিমের মরদেহ নিয়ে এলেও বাক্কারের মরদেহ উদ্ধার করেন বিএসএফ সদস্যরা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান,‘সীমান্তে কয়েকজন রাখাল হতাহতের খবর পেয়েছি। কতজন নিহত হয়েছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। হতাহতের বিষয়ে বিজিবি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা