বোয়ালমারীতে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০১৯, ১৭:১২
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আধাঁরকোঠা গ্রামে প্রথম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মনু মিয়া বিশ্বাস (২৬) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিলা বিনতে মতিন এ সাজা দেন।

আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা প্রথম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে পথে উত্ত্যক্ত করতেন মনু মিয়া। এ ব্যাপারে ভুক্তভোগীর চাচা অভিযোগ দিলে মনু বিশ্বাসের খাবার হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তবে, সাজাপ্রাপ্ত মনু বিশ্বাসের পিতা মো. আবদীন বিশ্বাস বলেন, দোকান ভাড়ার দেনা-পাওনা নিয়ে কাউন্সিলরের ভাই পান্নু বিশ্বাসের সাথে গত ২১ জুন আমার ছেলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আক্রোশের বশে ষড়যন্ত্র করে আমার ছেলেকে মিথ্যা ইভটিজিংয়ের অভিযোগে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর শফিউল আলম টুলু বলেন, আমার ভাতিজি মাদ্রাসায় যাওয়া আসার সময় মনু প্রায়ই উত্ত্যক্ত করতো। তাকে এ বিষয়ে নিষেধ করলেও সে কর্ণপাত করেনি। যে কারণে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমার ভাইয়ের সাথে হাতাহাতির কোন ঘটনা ঘটেনি।

বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিলা বিনতে মতিন বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আসামি মনু বিশ্বাসকে তিন মাসের সাজা দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৫জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা