গফরগাঁওয়ে পৃথক ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ১৬:৫২
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক ঘটনায় বালু ব্যবসায়ী ও এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে বালু ব্যবসায়ী তৌহিদ মিয়া সড়ক দুর্ঘটনায় এবং নির্মাণশ্রমিক ফজলুল হক নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় রডের আঘাতে পানিতে পড়ে মারা যান। উপজেলার টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলো এলাকায় রবিবার গভীর রাতে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গফরগাঁওয়ের পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলো বাজার সংলগ্ন বানার নদীর উপর নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় রবিবার রাত সাড়ে তিনটার দিকে রডের আঘাতে ফজলুল হক নামে এক নির্মাণশ্রমিক পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় সোমবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী অভিরন বেগম একটি মামলা করেছেন।

অপরদিকে গফরগাঁও-টোক সড়কের ডাকবাংলো এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক বালু ব্যবসায়ী তৌহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। রবিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা