লক্ষ্মীপুরে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ০৮ জুলাই ২০১৯, ১৩:০০
অ- অ+

লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তি উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল থেকে মাদাম ব্রিজ এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানের নেতৃত্বে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ। তবে জেলা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নাজমুল হক জানান, সড়কের দু-পাশে পাঁচ শতাধিক অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হলেও তা সরিয়ে নেয়া হয়নি। এসব স্থাপনার মধ্যে বহুতল ভবন রয়েছে।

অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ জানান, সরকারি সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসব সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা